সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট মধুমিতার! ক্যামেরার পিছনে কে? প্রশ্ন অভিনেত্রীর

মধুমিতা সরকার

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা সরকার। ছোটপর্দায় ব্যাপক সাফল্যের পর সিনেমা জগতে নিজের সফর শুরু করেন নায়িকা। বেশ কিছুদিন হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিক দিয়ে ফের ছোটপর্দায় পা রেখেছেন মধুমিতা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে মধুমিতা। ক্যাপশনে লেখেন, ‘আন্দাজ করুন ক্যামেরার পিছনে কে আছে?’ ছবিতে সাদা চুরিদারে ধরা দিলেন অভিনেত্রী। মধুমিতার পোস্টে অনেকেই কমেন্টে জানিয়েছেন নিশ্চই তার হবু বর দেবমাল্যই আছেন।

অনুরাগীদের আন্দাজ একেবারেই সঠিক। ইতিমধ্যেই প্রথম আইবুড়োভাত সেড়ে ফেলেছেন অভিনেত্রী। শহরের কোন এক বড় রেস্তোরায় হবু বর দেবমাল্যর সঙ্গে আইবুড়োভাত খেলেন মধুমিতা। আর সেখানেই ক্যামেরার অন্যপ্রান্তে দাঁড়িয়ে হবু বউ মধুমিতার কিছু মিষ্টি ছবি তুলেছেন দেবমাল্য। হবু বরের তলা সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী।

আগামী বছরের ২৩ জানুয়ারি, ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। শুধু দিনক্ষণই নয়, কোথায় বসবে বিয়ের আসর তাও নাকি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন দু’জনে। রিসেপশনের পরিকল্পনাও সারা। এবার পালা শুধু চারহাত এক হওয়ার।