জি বাংলা (Zee Bangla) প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে সম্প্রচারিত হচ্ছে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাসা এবং অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই ধারাবাহিকে জনপ্রিয়তা মিলছে বিরাট।
সম্প্রতি ধারাবাহিকের বর্তমানে প্লটে দেখানো হচ্ছে গিনিকে রুপের হাত থেকে বাঁচিয়ে আনার পর থেকেই মেঘকে নীলের বাড়ির লোকজন আপন করে নিতে চাইচ্ছেন। গিনিও মেঘকে নিজের বৌদি করতে চায়। মীনাক্ষী অর্থাৎ নীলের মা নীলকে বোঝাচ্ছে মেঘকে আবার এই বাড়িতে নিয়ে আসার জন্য।
এদিকে পর্দাফাঁস হওয়ার পর নীলের জীবন থেকে মেঘকে চিরতরে সরাতে ময়ূরী নতুন প্ল্যান শুরু করে। মেঘকে নীল আর তার ঘনিষ্ঠ ভিডিও দেখিয়ে ভুল বোঝায়। ভিডিও দেখার পর মেঘ কষ্ট পায় এবং নীলের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এক বোনের জন্য কষ্ট পাচ্ছে আরেক বোন। এদিকে ময়ূরীও নীলকে পাওয়ার জন্য নিজেকে নীচে নামাচ্ছে দিনের পর দিন। দুই মেয়ের জীবন নষ্টের জন্য একমাত্র দায়ী মধুমিতা। কারণ মায়ের শাসন ও শিক্ষা সন্তানের জীবনে বিরাট বড় অবদান। কিন্তু ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছে ছোট থেকেই মেঘের প্রতি অনীহা প্রকাশ করেছেন এবং ময়ূরীর অন্যায় মুখ বুজে সাপোর্ট করে গিয়েছে মধুমিতা।
ময়ূরীকে তার মা মধুমিতাই বুঝিয়েছেন তার দিদির ভৃত্তবৃত্তি মাত্র। ময়ূরীকে স্নেহ করার জন্য তার সব অন্যায় দেখেও না দেখার ভান করে গিয়েছেন। আজ ময়ূরী এতটা ভয়ংকর খেলায় মেতেছে তার জন্য একমাত্র দায়ী তার মা, এমনটাই মন দর্শকের। এরকম দৃশ্য শুধু পর্দায় নয় বাস্তবেও মাঝেমধ্যে চোখে পড়ে।
তবে ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে নিজের ভুল বুঝতে পারবে মধুমিতা। মেঘের জীবন নষ্ট হওয়ার জন্য অপরাধবোধে ভুগছে মেঘের মা। তাহলে এবার কি ঘুরে দাঁড়াবে মধুমিতা? সেটাই দেখার অপেক্ষায় দর্শক।