সিরিয়াল থেকে বড় পর্দা সর্বত্রই টপ ফর্মে অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)। ছোট পর্দায় ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্র থেকে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন তিনি। সিরিয়াল শেষ হবার পরও তার কদর কমেনি একটু।
এরপর ২০১৮-য় ‘কুসুম দোলা’ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে মধুমিতাকে। যদিও এর পর অভিনেত্রীকে আর ছোটপর্দায় পাওয়া যায়নি। কারন তিনি ছোটপর্দা ছেড়ে বড়পর্দায় চলে যান।
এখনও পর্যন্ত বড়পর্দা এবং ওয়েব সিরিজ মিলিয়ে চুটিয়ে একাধিক কাজ করছেন মধুমিতা। তবে এবার আরও একটি খবর রটেছে টালিগঞ্জে। খুব শীঘ্রই ধারাবাহিকে ফিরছেন মধুমিতা।
সূত্রের খবর বলছে, স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী ধারাবাহিকের নায়ক-নায়িকা বাছাই পর্ব চলছে। ধারাবাহিকের নায়িকার তালিকায় রয়েছেন মধুমিতা। ইতিমধ্যেই ‘লুক টেস্ট’ দিয়েছেন অভিনেত্রী।
সবিস্তার জানতে লেখিকা লীনা গাঙ্গুলির সাথে যোগাযোগ করে হলে এখনই নতুন ধারাবাহিক নিয়ে মুখ খুলতে রাজি নন তিনি।