বিয়ে করছেন মধুমিতা, প্রাক্তন স্ত্রীর বিয়ের খবর শুনে কি বললেন সৌরভ চক্রবর্তী?

সৌরভ চক্রবর্তী

ডিসেম্বরে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ১৮ বছর বয়সে সহ-অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা। টলিউড তাদের মিষ্টি কাপল হিসাবে দেখা হত। তবে সেই মিষ্টি বন্ধনে নজর লেগে যায়।

২০১৯ সালে সৌরভ আর মধুমিতা বিবাহিত জীবনের ইতি টানেন। বহু বছর পর অভিনেত্রী জীবনে আসে নতুন সঙ্গী। তার ছোটবেলার বন্ধু দেবমাল্য। গত বছর পুজোতেই নিজেদের সম্পর্কে কথা সামনে আনেন।

এই মুহূর্তে চুটিয়ে প্রেম করছেন তারা। মাঝেমধ্যেই একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেন মধুমিতা আর দেবমাল্য। টলি পাড়ার কানাঘুষো চলতি বছরেই নাকি বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন তারা।

প্রাক্তন স্ত্রী মধুমিতার বিয়ে, খবর শুনে কি বললেন সৌরভ চক্রবর্তী। এইসময় অনলাইনকে অভিনেতা বলেছেন, ‘আমার সাধুবাদ রইল। সেই সঙ্গে নতুন জীবনের জন‍্য অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকুক।’

মধুমিতার তো বিয়ে। সৌরভ কবে বিয়ে করছেন? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন ‘আমি বসন্তের অপেক্ষায় আছি। যেদিন আসবে সাদরে গ্রহণ করবো। তবে বসন্ত বিলাপ যেন না হয়ে যায়। সেটাই ভয়।’

 

View this post on Instagram

 

A post shared by Madhumitha (@madhumita_sarcar)