সুখবর! দ্বিতীয়বার ফের মা হতে চলেছেন মধুবনী?

মধুবনী গোস্বামী

টলিপাড়ার চর্চিত জুটি রাজা গোস্বামী ও মধুবনী। ২০২১ সালে তাদের জীবনে আসে তাদের প্রথম সন্তান কেশব। এখন ছেলে কেশবের বয়স চার। ছেলেকে সময় দেওয়ার জন্যই এতদিন অভিনয় জগত থেকে বিরতি নিয়েছিলেন মধুবনী গোস্বামী।

এবার সোশ্যাল মিডিয়ায় এক নতুন খবর দিয়ে একেবারে চমকে দিয়েছেন অভিনেত্রী। ফের বাড়িতে নতুন অতিথি আসার খবর দিলেন মধুবনী?

সম্প্রতি প্রথম সন্তানের প্রেগনেন্সির সময়কার একটি ছবি পোস্ট করে মধুবনী লেখেন, ‘আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন আমাদের নানা রকম আনন্দের সারপ্রাইজ দিয়ে থাকে। আগামিকাল আমরা একটা ঘোষণা করব। একটা ভিডিয়োর মাধ্যমে। বিষয়টা পুরোপুরি অপরিকল্পিত ছিল…।’

‘সত্যি বলতে, আমিও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাইহোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামিকালকের দিনটাই বেছে নিয়েছি। তোমাদের অফিসিয়ালি জানানোর জন্য। পুনশ্চ- এটা খুবই একটা ভালো খবর। আর এটা আমার পার্লার বিষয়ে কিছু নয়, সম্পূর্ণ অন্য একটা বিষয়ে।’

মধুবনির এই পোস্টে নেটিজেনরা দ্বিতীয় সন্তানের আগমনে শুভেচ্ছা জানিয়েছে রাজা মধুবনীকে। এতদিন ছেলে কেশভকে সময় দেওয়ার সঙ্গেই চালিয়ে যাচ্ছিলেন বিউটি পার্লার ও ভ্লগিংয়ের কাজ। তবে সম্প্রতি ‘চিরসখা’ ধারাবাহিকে ‘কমলিনী’র উকিলের ভূমিকায় সদ্যই দেখা মিলেছে অভিনেত্রীর। অন্যদিকে, রাজাকেও এই মেগাতেই দেখা যাচ্ছে ‘বাবিল’ ওরফে ‘পলাশপ্রিয়’র ভূমিকায়।