ঘরে এল নতুন সদস্য, প্রথম সন্তানের মা হলেন মধুবনী গোস্বামী

মধুবনী গোস্বামী

ঘরে এল নতুন সদস্য। এক থেকে দুই হলেন জনপ্রিয় জুটি ওম-তোড়া অর্থাৎ রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী । গত বছর অন্তঃসত্ত্বা হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মধুবনী। প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এই জুটি। সেই অপেক্ষার অবসান।

শনিবার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দুইজনে। তাদের ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নতুন বাবা-মাকে।

প্রথম সন্তানের মুখ দেখে খুশিতে ডগমগ রাজা। হাসপাতালে স্ত্রী এবং সন্তানের ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশন দেন “আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন| ভালোবাসা দেবেন| Blessed with a baby Boy… Thanks Almighty…. Gratitude”।

রাজা গোস্বামী এবং মধুবনী এই জুটি বাংলা দর্শকের খুব প্রিয়। প্রথম ধারাবাহিক ভালোবাসা ডট কম থেকে তাদের প্রেমের সূত্রপাত। তারপরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। অন্তঃসত্ত্বা হওয়ার পর মধুবনী মা হওয়ার সমস্ত ছোটখাটো মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই সাধ খাওয়ার মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন নিজের ইন্সস্টায়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here