একদিকে পরাগের সামনেই শতদ্রুকে মঞ্চে ডেকে প্রশংসা করলো শিমুল, অন্যদিকে প্রথা ভেঙে মাকে বরণ মধুবালার, গল্পে নয়া মোড়

কার কাছে কই মনের কথা

অভিনেত্রী মানালি দে’র হাত ধরেই পর্দায় আসে জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকটি অল্প দিনের মধ্যেই দর্শকের চর্চার বিষয়বস্তু হয়ে ওঠে। এরকম একটি ধারাবাহিক বাংলা ধারাবাহিকে প্রথম দেখা যাচ্ছে।

ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছে শিমুল এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে যার চোখে হাজার স্বপ্ন। কিন্তু এক রাতে সব ওলট পালট হয়ে যায়। বিয়ের পর তার জীবনে নেমে আসে অন্ধকার। নিজের শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকেই সে প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে।

যদিও ধারাবাহিকের প্লটে অনেক পরিবর্তন এসেছে। স্বামীর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং নিজের স্বপ্ন পূরণ করছে। তার পাশে রয়েছেন তার শাশুড়ি মা।

ধারাবাহিকের সাম্প্রতিকতম এপিসোডে দেখানো হয়েছে শিমুল এবং তার বান্ধবীরা মিলে চিত্রাঙ্গদা নাটকের আয়োজন করে। তবে সেখানে অসুস্থ হয়ে যায় গায়ক। সেই জায়গায় গান গায় শিমুলের প্রাক্তন শতদ্রু। তারা যুগলে অনুষ্ঠান মাতিয়ে রাখে। এরপর পুরস্কার হিসাবে পাড়ার একজন শিমুলকে দশ হাজার টাকা দেয়।

এরপর শিমুল পাড়ার সকলের সামনে এবং পরাগের সামনেই শতদ্রুকে মঞ্চে ডেকে নেয় শিমুল এবং তার প্রাক্তন প্রেমিকের প্রশংসা করে। যা দেখে হিংসায় জ্বলে যায় পরাগ। এদিকে ধারাবাহিকে দেখা যাবে বিদায় বেলায় মাকে বরণ করার ইচ্ছা থাকলে বিধবা হওয়ায় সে যায় না। শাশুড়ি মনের কথা বুঝতে পারে শিমুল। আর তাকে ভরসা দেয় সে যদি আজ বরণ করে তাকে দেখে অনেকেই এগিয়ে আসবে।