অবশেষে প্রতীক্ষার অবসান! ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে প্রেম প্রস্তাবের এপিসোড, সব বাধা পেরিয়ে অপর্ণাকে প্রপোজ করবে আর্য?

চিরদিনই তুমি যে আমার

দর্শকের খুব পছন্দের একটি বাংলা ধারাবাহিক হল ‘চিরদিনই তুমি যে আমার’। জি-বাংলার প্রতিদিন এই মেগা ধারাবাহিকে দেখার জন্য টিভির পর্দায় সন্ধ্যা ৬.৩০ টায় মুখিয়ে থাকেন দর্শক। চলতি সপ্তাহে এই মেগা টিআরপি তে অনেক নম্বর বাড়িয়েছে।

গত এক সপ্তাহে এউ মেগা ধারাবাহিকে আর্য আর অপর্ণার ভুল বোঝাবুঝি দেখতে দেখতে হতাশ হয়ে পড়েছিলেন দর্শক। বহুদিন ধরেই দর্শক অপেক্ষা করেছিলেন কবে আর্য অপর্ণাকে তার মনের কথা বলবে। খুব সম্ভবত এবার দর্শকের অপেক্ষার অবসান হতে চলেছে।

চিরদিনই তুমি যে আমার

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের কিছু শুটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ছবি আর ভিডিওর দৃশ্য দেখে বোঝা যাচ্ছে প্রেমের প্রস্তাবের এপিসোড আসতে চলেছে খুব শীঘ্রই। ছবি দেখে বোঝা যাচ্ছে লঞ্চ সাজিয়ে বেশ রাজকীয় আয়োজন করেই আর্য সিংহ রায় অপর্ণাকে প্রেম নিবেদন করবে। খুব শীঘ্রই হয়তো সেই প্রোমো পর্দায় আসতে চলেছে। ইতিমধ্যে সেই খবর ছেয়ে গেছে ধারাবাহিকের ফ্যান পেজে।