হিন্দু মেয়েকে প্রেম করে বিয়ে! চেনেন মীরের ডাক্তার বউকে?

 

মীর আফসার আলি

মীর আফসার আলী, যিনি বদলে দিয়েছিলেন রেডিও সঞ্চালনার সংজ্ঞাটাই। রেডিও থেকে শুরু করে স্ট্যান্ড আপ কমেডি, সবক্ষেত্রেই তার প্রতিভার ছাপ পেয়েছে আপামর বাঙালি। তিনি নিজে যতটা লাইম লাইটে থাকেন, তার থেকে অনেকটাই দূরে থাকেন তার পরিবার।

ব্যক্তিগত জীবনে মীরের পরিবারে রয়েছে তার স্ত্রী ও কন্যা। অনেকেই হয়ত জানেন না মীরের স্ত্রী হিন্দু। নাম সোমা ভট্টাচার্য।
মীর-পত্নী পেশায় একজন ডাক্তার। রেডিয়ো সুত্রেই আলাপ হয় তাদের দুজনের সেখান থেকেই বন্ধুত্ব। আর তারপরেই প্রেম। কয়েকজন কাছের বন্ধু ও গুটিকয়েক পরিবারের মানুষজনদের নিয়ে খুব সাদামাটা ভাবেই বিয়ে সেরেছিলেন সোমা আর মীর।

মীর আফসার আলি

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে, নাম মুসকান। বছর দুয়েক আগেই রেডিয়ো ছেড়েছেন মীর। যদিও নিজস্ব নতুন রেডিও চ্যানেল খুলেছেন তিনি। নাম হল গল্প মীরের ঠেক। শুধু তাই নয়, আজও সানডে সাসপেন্স দিয়ে আপামর বাঙালিকে ভরপুর বিনোদন দিয়ে মাতিয়ে রাখেন।

 

View this post on Instagram

 

A post shared by Mir Afsar Ali (@mirafsarali)