‘থাকতো তো ওই দমদম ক্যান্টনমেন্টে…লোপামুদ্রা না থাকলে জয় সরকার হতো না’, স্বামীকে নিয়ে লোপামুদ্রার মন্তব্যে কটাক্ষের ঝড়

লোপামুদ্রা মিত্র

বাংলার সঙ্গীত জগতের একজন গুণী শিল্পী হলেন লোপামুদ্রা মিত্র। সংগীতের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা হয়ে থাকে। সুরকার জয় সরকারের সাথে তার সুখী দাম্পত্য জীবনের গল্প মানুষ শুনতে ভালোবাসেন। তবে আচমকাই লোপামুদ্রার মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। কি এমন মন্তব্য করলেন গায়িকা?

আসলে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর সাথে একটু মজা করতে গিয়ে মন্তব্য করেন, “জয় থাকত দমদম ক্যান্টনমেন্ট, আমি বিয়ে করে সাউথ কলকাতায় আনলাম। এখন মোটামুটি সবটা চিনেছে, তাই নিয়ে আবার খুব ভাব দেখায়। সম্প্রতি সাউথ কলকাতা নিয়ে কিছু একটা লেখালেখি করেছে, আমি দেখে ফেসবুকে নিচে গিয়ে কমেন্ট করেছি— লোপামুদ্রা না থাকলে জয় সরকার হতো না!”

লোপামুদ্রার মজার ছলে করা এই মন্তব্য নিন্দার ঝড়ে পরিণত হয়েছে। এক নেটিজেন লেখেন, ““কেন দমদম ক্যান্টনমেন্ট কি থাকার মতন জায়গা না? খুবই অবাক লাগলো”। আবার কেউ বলছেন স্বামীকে নিজেই গড়েছি মনোভাবটা অহংকারের।  কেউ বলছেন, “নিজের স্বামীকে এতটা অসস্মান করবেন না।” তো আবার কারো, “লোপামুদ্রা নিজেকে বিশাল ভাবছে।” আবার কেউ আক্ষেপ জানিয়ে লিখেছেন, আপনার মতো একজন শ্রদ্ধাশীল মানুষের থেকে এরকম মন্তব্য আশাকরি নি।” তবে গায়িকা পুরোটাই মজার ছলেই বলেছিলেন তবে নেটিজেনরা সেটি ভালো চোখে  নেননি।

সুত্রঃ https://tollygossip . com/