একসময় জি বাংলা, স্টার জলসার বেশিরভাগ সিরিয়ালেই দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী লোপামুদ্রা সিনহা। অভিনেত্রীকে পজিটিভ চরিত্রেই দেখা গেছে বেশি। চরিত্রের মত অভিনেত্রী বাস্তব জীবনেও বেশ পজিটিভ। শুধু অভিনয় নয় সংবাদ পাঠক হিসাবেও পরিচিতি রয়েছে তার।
বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘কনে দেখা আলো’তে। মাঝে দীর্ঘ ১ বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন লোপামুদ্রা। সম্প্রতি ধারাবাহিকে শুটিংয়ের ফাঁকে সাক্ষাৎকারে জানালেন টেলিভিশন জগত থেকে দূরে থাকার কারন।
অভিনেত্রী বলেন, “বিরতি নেওয়ার কয়েক মাসে আমি ভীষণ সংসারী হয়ে উঠেছিলেন। আমি অসুস্থ হবার পর বেশ কিছুদিন ছুটি নিয়েছিলাম। আর ঠিক তার পরেই আমার শাশুড়ির পা ভাঙে। যার ফলে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। আমার শাশুড়ি ছাড়া আমার সংসার পুরো অন্ধকার, আমি কিছুই জানতাম না। ওই কয়েক মাসে আমি সব শিখেছি। ওই সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল। দু দিকটা সামলে আমি ম্যানেজ করতে পারিনি।”
লোপামুদ্রা আরও বলেন, “পা ভাঙ্গার পর আবারো কোমর ভাঙ্গে। সবটা মিলিয়ে এক বছর লেগে গিয়েছিল সুস্থ হতে। যদিও আমার শাশুড়ি আমাকে এভাবে কাজ করতে দেখে অভ্যস্ত নয়, তাই তারও খারাপ লাগছিল। তিনিও যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। তিনিও চেয়েছিলেন এই অসুস্থ অবস্থায় যদি একবার শুয়ে পড়েন তাহলে আর ওঠা হবে না। তাই নিজেও ধীরে ধীরে উঠে বসে ছিলেন।”
বিগত এক বছর নানা সমস্যার মধ্যেই কেটেছে অভিনেত্রীর। তবে অবশেষে ফের পর্দায় ফিরেছেন লোপামুদ্রা সিনহা।