‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি নেটিজেনদের কাছে খুব জনপ্রিয়। তবে এই ধারাবাহিকে একে একে পুরনো চরিত্রগুলির জায়গায় নতুন মুখ আনা হচ্ছে। যা মেনে নিতে পারছে না ‘এই পথ যদি না শেষ হয়’ অনুরাগীরা। ভিলেন রিনি চরিত্রে এতদিন অভিনয় করতেন অভিনেত্রী মিশমি দাস। যা দর্শকের খুব প্রিয় ছিল। কিন্তু মিশমি অভিনয় জগত থেকে ব্রেক নেওয়ায় রিনি চরিত্রে আনা হয় নতুন মুখ।
সেই তালিকায় নাম যোগ দিল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের আরেক সদস্য অভিনেত্রী তনুশ্রী সাহাও। যিনি এই ধারাবাহিকে মিমি চরিত্রে অভিনয় করে দর্শকের খুব প্রিয় হয়ে উঠেছিল। সময়ের অভাবে এই চরিত্রটি থেকে সরে দাঁড়ান তনুশ্রী। তার বদলে মিমি চরিত্রে আনা হয়েছে লিজা সরকারকে। যা দেখে রেগে লাল নেটিজেন।
‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের দর্শকেরা সোশ্যাল মিডিয়ায় দাবি জানিয়েছে ‘মিমি’ চরিত্রে লিজা সরকারকে একদম মানাচ্ছে না। কারণ, কোথায় সেই সরল, মিষ্টি, ভোলাভালা মিমি আর কোথায় এই মিমি।
আবার নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, “মিমির চুল লম্বা ছিল আর খুব সাধারণ মেয়ে ছিল। আর এই নতুন মিমি খুব মর্ডান, তার চুলের রং দেখলেই রাগ উঠেছে, এমনকি অভিনয়ও পারছে না”।
আবার এক নেটিজেন লিখেছেন, “নতুন মিমিকে মানাচ্ছে না। সরকার বাড়ির আভিজাত্য, ঐতিহ্য, রক্ষণশীলতার সাথে এই চুল মানায় না। মিমি এতো স্মার্ট ছিল না”। বলাই বাহুল্য, ধারাবাহিকে ফ্যান পেজে চোখ রাখলে বোঝা যাচ্ছে, রীতিমত ক্ষোভে ফুঁসছে দর্শক। এমনকি নেটিজেনের একাংশ দাবি জানিয়েছে, “লিজা সরকারকে পাল্টে মিমি চরিত্রে অন্য কাউকে আনা হোক”।