অরিজিৎ সিং…নামটাই যথেষ্ট। লোকে বলে অরিজিৎকে দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। যার গান শুনলে মানুষের মন ভালো হয়ে যায়, যাকে গোটা বিশ্ব চেনে সেই অরিজিৎ সাধারণের মধ্যে একেবারেই অসাধারণ। ইনি এমন একজন সেলিব্রেটি যিনি বড় বড় গাড়ি নয়, নিজের গ্রামে পায়ে হেঁটে চলতেই পছন্দ করেন।
সেলিব্রেটি বলতে আমরা বুঝি ব্র্যান্ড-এর পোশাক, বিলাসবহুল বাড়ি, বডিগার্ড, ঝ চকচকে জীবন… এসব থেকে বহুদূরে রয়েছেন এই গায়ক। সাধারণ পোশাক, পায়ে চটি, স্কুটারে চেপেই নিজের গ্রামে ঘুরে বেড়ান। যার এত টাকা তিনি তো পারতেন নিজের সন্তানকে মুম্বাইয়ের নামী কোনও স্কুলে ভর্তি করতে। এমনটা মোটেই করেননি অরিজিৎ বরং নিজের গ্রামের ছোট স্কুলেই ছেলেকে ভর্তি করছেন। এমনকি ভর্তির সময় স্কুলের আর পাঁচটা অভিভাবকদের সঙ্গে লাইন দিতে দেখা যায় তাঁকে।
এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় গায়কের কাছে প্রশ্ন রাখা হয়, আপনি এত সাধারণ কি করে? উত্তরে অরিজিৎ স্পষ্ট জানান, “আমি এইভাবেই থাকতে পছন্দ করি। এইভাবেই খুব ভালো আছি। সবকিছুতো বাড়ির সামনেই, তাই ওইটুকু পায়ে হেঁটে বা রিক্সায় করেই যাওয়া যায়”।