বয়স মাত্র ৪! শুভশ্রীর প্রশ্নের সব সঠিক জবাব দিচ্ছে ছোট ইউভান, গর্বিত মাম্মা

ইউভান

একজন ভালো অভিনেত্রীর পাশাপাশি একজন আদর্শ মা শুভশ্রী। ছেলে আর মেয়ের প্রতি সর্বদা সচেতন অভিনেত্রী। শত ব্যস্ততার মাঝেও ছেলের স্কুল থেকে পড়াশুনোর দায়িত্ব এক হাতেই সামালাচ্ছেন রাজ পত্নী।

কিছিদিন আগে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় একাউন্টে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। যা দেখে শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন। ভিডিওতে দেখা যাচ্ছে সময় বার করে শুভশ্রী খেলার ছলে সন্তানের মেধার পরীক্ষা করে নিচ্ছে। আর ইউভানও তার মায়ের প্রশ্নের একের পর এক সঠিক জবাব দিচ্ছে।

ইউভানকে গৃহপালিত পশু এবং বন্য পশুর মধ্যে পার্থক্য বোঝাতে শুভশ্রী ইউভানকে জিজ্ঞেস করে তুমি যখন একজন গরিলা তার মানে তুমি কী? গৃহপালিত পশু না বন্য পশু? ইউভানও সোফার উপর লাফাতে লাফাতে উত্তর দেয় ‘গরিলা বন্যপশু’। খেলার ছলেই সন্তানের মগজাস্ত্র পরীক্ষার পদ্ধতিতে অনুরাগীদের মন জিতে নিয়েছে।