গতকাল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তীর পুত্র ইউভানের জন্মদিন ছিল। দেখতে দেখতে পাঁচ বছরে পা দিল ছোট ইউভান। ইউভানের বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে ঘরোয়া পার্টি আয়োজন করেছিলেন তারকা দম্পতি। ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত সামাজিক পাতায় ভাগ করে নিয়েছেন তারা।
সদ্য কথা বলতে শিখেছে শুভশ্রী ছোট কন্যা ইয়ালিনি। উচ্চারণ স্পষ্ট না হলেও আধো আধো গলায় কথা বলে নেটিজেনদের মন জিতছে একরত্তি। মাঝেমধ্যে মেয়ের কথা বলার ভিডিও শেয়ার করে থাকেন তার মাম্মা।
এবার দাদার জন্মদিনে আধো আধো গলায় শুভেচ্ছা জানাল ইয়ালিনি। অভিনেত্রী ফ্যান ক্লাব থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ইয়ালিনি আর ইউভান পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে। দাদার হাত ধরে আধো আধো গলায় সে বলে ‘হ্যাপি বার্থ ডে’। ভাই-বোনের এই মিষ্টি ভিডিও মন জিতে নিয়েছে নেটিজেনদের।
View this post on Instagram