আমার অমূল্য মেয়ে! ১ বছরে পা দিল ছোট ইয়ালিনি, মেয়ের প্রথম জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বাবার

ইয়ালিনির বাবার

দেখতে দেখতে ১ বছরে পা দিল রাজ-শুভশ্রী’র কন্যা ইয়ালিনি। ছেলে এবং মেয়েকে নিয়েই রাজের সুখের সংসার। গত বছর এই মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী। দ্বিতীয় বার বাবা হওয়ায় খুশি ছিলেন রাজও।

তবে বেশ কিছু মাস ইয়ালিনিকে সোশ্যাল মিডিয়ার আড়ালেই রেখেছিলেন তারা। ছয় মাস পেরানোর পরেই মেয়ের মুখ জনগণের সামনে তুলে ধরেন। ছোট ইয়ালিনির প্রথম জন্মদিন বেশ জাঁকজমক ভাবেই পালন করলেন বাবা-মা।

মেয়েকে পরীদের মতো সাদা পোশাক পরিয়েছিল রাজ-শুভশ্রী। ইয়ালিনির প্রথম জন্মদিনের বেশ কিছু ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পরেছে।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

ইয়ালিনির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মিষ্টি কিছু ছবি শেয়ার করে নেন রাজ চক্রবর্তী। প্রথমদিনের সমস্ত ছবি ভাগ করে রাজ লেখেন, ‘শুভ জন্মদিন আমার অমূল্য কন্যা’। রাজের পোস্ট দেখে বোঝা যায় ইয়ালিনি রাজের নয়নের মণি।

 

View this post on Instagram

 

A post shared by Telly Bong (@tellybongofficial)