আধো আধো ভাষায় মন্ত্রপাঠ করে দাদা ইউভানকে ভাইফোঁটা দিল ছোট্ট ইয়ালিনি

ইয়ালিনি

এতদিন ছেলে ইউভানের ছোট থেকে বড় হওয়ার ছোট ছোট মুহুর্ত গুলোকে ফ্রেমবন্দি করে সমাজমাধ্যমে ভাগ করেছেন মা শুভশ্রী। এবার মেয়ে ইয়ালিনির ক্ষেত্রেও তার অন্যথা হল না। মাঝেমধ্যেই ছোট্ট ইয়ালিনির মজার কীর্তিকলাপ সকলের সামনে নিয়ে আসেন শুভশ্রী। ঠিক তেমনই ইয়ালিনির আধো আধো বুলি শোনার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা।

এবছর ইয়ালিনির প্রথম ভাইফোঁটা। আবারও সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন দুই ছেলে-মেয়ের মিষ্টি মুহূর্ত। মায়ের কোলে বসে দাদার কপালে ফোঁটা দিল ছোট্টো ইয়ালিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েকে মন্ত্র শিখিয়ে দিচ্ছেন মাম্মা শুভশ্রী। আর আধো আধো বুলিতে সেই মন্ত্র উচ্চারণের চেষ্টাও করছে ইয়ালিনি।

ইউভানকে ফোঁটা দেওয়ার পর ইয়ালিনিকে দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করতেও শেখান শুভশ্রী। অন্যদিকে বড়দাদা হয়ে বোনকে আশীর্বাদ করল ইউভান। দুই ভাই-বোন একে অপরকে বিপদের হাত থেকে রক্ষা করবে সারাজীবন, এমন শপথ নিতেও শেখান তাদের মা।

ইউভান-ইয়ালিনির ভাইফোঁটার এই আদুরে ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।