গত নভেম্বর মাসেই ১ বছরে পা দিয়েছেন রাজ-শুভশ্রীর কন্যা ইয়ালিনি। ধীরে ধীরে বেড়ে উঠছে সে। ইউভানের মতোই মেয়ে ইয়ালিনির বিশেষ মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। তেমনি সকাল সকাল মেয়ের এক কান্ড ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন পরিচালক রাজ চক্রবর্তী।
সকাল সকাল ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করেছে ছোট ইয়ালিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, বক্সিং গ্লাভস পরে বাবা-মায়ের সামনে আপনমনে খেলতে ব্যস্ত ইয়ালিনি।
খেলতে খেলতে পাপা পাপা ডাকতে ডাকতে রাজের কাছে চলে যায় সে। বাবা তার রাজকন্যার সাথে খেলতে ব্যস্ত হয়ে পরে।
View this post on Instagram