আধো আধো স্বরে ‘ঠাম্মা’কে ডাকছে ছোট ইয়ালিনি, মেয়ের মিষ্টি ভিডিও শেয়ার করলেন মাম্মা শুভশ্রী

ইয়ালিনি

জন্ম হওয়ার পর থেকেই টলিপাড়ার স্টার কিডদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) কন্যা ইয়ালিনি। তাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা। মেয়ের কোনও মুহূর্তে মুহূর্তই ফ্রেমবন্দি করতে ছাড়েন না মাম্মা।

ইয়ালিনির প্রথম দিন স্কুলে যাওয়া থেকে সব কিছু তুল ধরেন শুভশ্রী। তবে এবার মেয়ের একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিলেন। ছোট মেয়ের আধো আধো গলায় কথা শুনে মন জুড়াল ভক্তদের।

কিছুদিন আগেই ১৮ মাসের চুল দান করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে নিজের নাম বলতে বলেলেই ইয়ালিনি বলে ওঠে ‘নানিনি’। এরপর দেখা যায়, সোফায় বসে রয়েছেন রাজের মা। শুভশ্রী ইয়ালিনিকে বলে  ‘এটা কে?’ ছোট ইয়ালিনি আধো আধো গলায় বলে  ‘লালা…’। ভিডিও শেয়ার করে অভিনেত্রী বলেন, ‘আমার সুন্দর মেয়েটা কত জলদি বড় হয়ে যাচ্ছে…’