টলিউড-বলিউড জুড়ে বেশ কিছু স্টার কিড রয়েছে যারা জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেমন বলিউডের আলিয়া ভাট আর রণবীর কাপুরের মেয়ে রাহা কাপুর তো সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছে। অনেকে খুদে আলিয়াকে মায়ের কপি বলে থাকেন আবার অনেকের মতো রাহা ঋষি কাপুরের মতো দেখতে।
যাই হোক না কেন পাপারাৎজিদের ক্যামেরায় মাঝেমধ্যে তাকে বাবা-মায়ের সাথে দেখা যাচ্ছে। কখনও পাপারাৎজিদের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছে তো আবার কখনও হাত দেখাচ্ছে। মেয়ের কান্ড দেখে রণবীর আর আলিয়া দুজনের মুখে হাসির ফোয়ারা।
সদ্য সোশ্যাল মিডিয়ায় রাহার একটি মিষ্টি ভিডিও মন জিতে নিল নেটিজেনদের। নতুন ভিডিওতে দেখা গেল মা আলিয়াকে নকল করছে রাহা। মেয়ে যাতে ভয় না পায় তাই মুখে আঙুল দিয়ে পাপারাৎজিদের চুপ করতে বলেন আলিয়া। আর এবার মায়ের মতো করেই পাপারাৎজিদের চুপ করতে বলে ছোট রাহা।
ভিডিওতে দেখা যায় রণবীরের কোলে রাহাকে দেখে পাপারাৎজিরা শোরগোল করতে থাকে আর তখনি মা-কে নকল করে মুখে আঙুল দিয়ে সকলকে চুপ করতে বলে রাহা।
View this post on Instagram
মাত্র দু-বছর বয়সের একরত্তির কান্ড তাজ্জব নেটপাড়া। সকলেই কমেন্ট করে জানিয়েছেন রাহা তো পুরো তার মায়ের কার্বন কপি।
View this post on Instagram