মাকে নকল করছে ছোট মেয়ে ইয়ালিনি, শুভশ্রীর মেয়ের কান্ড দেখে অবাক নেটিজেনরা

ইয়ালিনি

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই স্টার কিডদের ভিডিও ভাইরাল হয়। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছেলে আর মেয়ে। ইউভান আর ইয়ালিনি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়ে থাকে বিভিন্ন সময়।

সম্প্রতি রাজ কন্যা ইয়ালির আরও একটি মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অবাক হচ্ছেন নেটিজেন। ভিডিওতে দেখা যাচ্ছে এই ছোট বয়সেই মায়ের কথা বলার স্টাইল নকল করছে ছোট ইয়ালিনি।

ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে ইউভানকে স্কুল থেকে মায়ের সঙ্গে গাড়ি করে যাচ্ছে ইয়ালিনি। যাওয়ার পর ইয়ালিনি ভিডিও তুলে ধরলেন মাম্মা। ভিডিওতে দেখা মায়ের কোলে বসে মা ঠিক যেই ভাবে কথা বলছে ইয়ালিনিও ঠিক মায়ের মতো করে কথা বলছে। মা শুভশ্রীর স্টাইলে ইয়ালিনি হাই বলে ওঠে। মা ও মেয়ের এই মিষ্টি ভিডিও মন জয় করে নেয় নেটিজেনদের।