লাল ফ্রক, গলায় মালা, কপালে চন্দনের টিপ! মায়ের কোলে বসে থাকা খুদে একরত্তি বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা, বলুন তো কে?

মানালি দে

ছবিতে মায়ের কোলে বসে থাকা খুদে একরত্তিকে চিনতে পারছেন? লাল ফ্রক, গলায় মালা, কপালে চন্দনের টিপ পড়ে এক দৃষ্টে কি যেন দেখছে। এই ছোট্ট খুদেই বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় নায়িকা। শুধু তাই নয়, অভিনেত্রী কিন্তু বড়পর্দায়ও হিট প্রোজেক্টে কাজ করেছেন। ছোটপর্দার মাধ্যমেই নিজের পরিচিত গড়ে তুলেছিলেন অভিনেত্রী।

অভিনেত্রীর শেয়ার করা ছবি দেখে আন্দাজ করা যায় এটি হয়ত তার অন্নপ্রাশনের ছবি। এক নজরে অনুমান করতে না পারলেও ভালো করে দেখলে বুঝতে পারবেন ইনি হলেন অভিনেত্রী মানালি দে।

ছোটপর্দায় কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুল চরিত্রে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিলেন মানালি। এমনকি আজও দর্শক তাকে ‘বউ কথা কউ’ এর মৌরি হিসাবেই বেশি চেনেন। অভিনেত্রীকে শেষবারের মত ছোটপর্দায় দেখা যায় ‘দুগ্গামণি ও বাঘ মামা’ ধারাবাহিকে। বর্তমানে ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন মানালি।

মানালি দে