বিরল রোগে আক্রান্ত রানাঘাটের ছোট শিশু অস্মিকার কথা প্রায় সকলের জানা। বিরল রোগের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল একটি ইঞ্জেকশন, যার দাম ১৬ কোটি টাকা। সাধারণ পরিবারে সেই অর্থ জোগাড় করা কঠিন বিষয়।
বাধ্য হয়েই ছোট মেয়েকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্জি জানান অস্মিকা। এত টাকা জোগাড় করা সত্যিই মুখের কথা নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এই ছোট খুদের চিকিৎসার জন্য এগিয়ে আসে সাধারণ মানুষ থেকে অনেক ইউটিউবার তারকা এবং অভিনেতা-অভিনেত্রীরা।
অবশেষে সেই অসম্ভবকে সম্ভব করার প্রথম ধাপে পৌছাতে পেরেছেন অস্মিকার বাবা মা। রানাঘাটের ছোট শিশুর চিকিৎসার জন্য সম্পূর্ণ হল প্রথম কিস্তির টাকা। প্রথম কিস্তিতে ৯ কোটি টাকা দিলে পাওয়া যাবে সেই ইনজেকশন।
দীর্ঘদিন ধরে সেই টাকা জমানোর কাজ চলছিল। অনেকেই অস্মিকা হয়ে ফান্ড গড়ে এগিয়ে এসেছেন রানাঘাটের এই পরিবারের পাশে। সোমবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ৬০ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হল অস্মিকার পরিবারের হাতে।
অবশেষে সব মিলিয়ে ৯ কোটি টাকা সম্পূর্ণ হল। শোনা যাচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যে সেই ইনজেকশন পেয়ে যাবেন অস্মিকার পরিবার। মেয়ের চিকিৎসা শুরু করার আগে সোশ্যাল মিডিয়ায় সকলকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানালেন অস্মিকার বাবা শুভঙ্কর দাস।
সুত্রঃ https://www . aajkaal . in/