স্টারকিড হয়েও বাজার করছে ছোট আদিদেব! ছোট থেকেই শিখুক দায়িত্ব, নতুন শিক্ষায় ছেলের আত্মবিশ্বাস বাড়াতে চান মা সুদীপা

আদিদেব

রান্নাঘরের রানী সুদীপার পুত্র ছোট আদিদেব এখন থেকেই খুদে স্টার! তার দুষ্ট-মিষ্টি কিউট কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী ফাঁকা সময়ে ছেলের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোট আদির একটি ভিডিও শেয়ার করেছেন মা সুদীপা। ভিডিওতে দেখা যাচ্ছে স্টারকিড হয়েও বাজারে গিয়ে নিজে হাতে ফল কিনছে ছোট আদি, আবার প্লাস্টিকের ব্যাগে ভরা ফল দু’হাতে নিয়ে বাড়ি ফিরছে। ব্যাপারটা কি?

আসলে সুদীপা নিজেও বাজারে গিয়ে মাছ, সবজি বা ফল সবই দেখেশুনে পছন্দ করে। আর নিজের ছেলেকেও সেইভাবেই তৈরি করতে চান। স্টারকিড বলে কি ঘরের কাজ শিখবে না?

রান্নাঘরের সঞ্চালিকার মন্তব্য, স্কুলের গরমের ছুটি। এছাড়াও প্রায়ই আদিকে সঙ্গে করে বাজারে নিয়ে যান। তারা চায় ছেলে বাড়ির আর দোকানের সব কাজের সঙ্গে হাতে-কলমে পরিচিত হোক। এতে আত্মসম্মান আর আত্মবিশ্বাস দুটোই বাড়বে। আর বাইরের দুনিয়াটাও চিনবে আদি। ছোট থেকেই বাড়ির কাজের দায়িত্ব শিখুক ছেলে, এমনটাই চান সুদীপা। বলাই বাহুল্য, ছেলেকে সুশিক্ষা দিয়ে বড়ো করে তুলছেন তিনি। তার এই ভাবনাকে সমর্থন জানিয়েছেন নেটিজেনরা। এই ভিডিওতে অনেকে প্রশংসা জানিয়েছেন সুদীপার।

 

View this post on Instagram

 

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here