বাংলা গান শুনবেন না শ্রোতা, মেজাজ হারালেন ইমন! ‘চুলের মুঠি ধরে…বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না’… বললেন ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী

গায়িকাকে নিয়ে শিরোনামে উঠে এসেছে দারুণ সুখবর। অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় স্থান পেয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’গানটি। এর আগেও জাতীয় পুরস্কার জিতে আন্তর্জাতিক স্তরে বাংলা গানকে সম্মানিত করেছিল ‘তুমি যাকে ভালোবাসো’ খ্যাত শিল্পী।

বাংলায় থেকে বাংলা গান গাইবেন এর থেকে বড় আর কি বা হতে পারে। বেশকিছু দিন আগেই একটি কনসার্টে বাংলা গান না গাওয়ার জন্য অনুরোধ করায় শ্রোতাকে বেশ কড়া ভাষায় জবাব দেন ইমন। এদিন রাজারহাটের একটি কনসার্টেও একই রকম অনুরোধ জানায় এক শ্রোতা।

তার জবাবে গায়িকা বলেন, ‘জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোন জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ?’

ইমন আরও বলেন, ‘ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভন্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!’