জি-বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’। শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বর্তমানে বাংলার টপার ধারাবাহিক হয়ে উঠেছে। সৃজন-পর্ণা’র জুটি বাংলা টেলিভিশনের সেরা জুটি হয়ে উঠেছে।
তবে এই ধারাবাহিক ঘিরে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কারণ ধারাবাহিক বহুদিন ধরেই দেখা যাচ্ছে না সৃজনের ঠাম্মি-কে। ধারাবাহিকের জনপ্রিয়তার পিছনে তার অবদান অনেকটাই। ‘ঠাম্মি’ চরিত্রটি দর্শকের ভীষণ প্রিয় একটি চরিত্রে। কেন দেখানো হচ্ছে না ঠাম্মিকে।
সোশ্যাল মিডিয়ায় আচমকাই গুঞ্জন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ছেড়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। উদ্বিগ্ন অনুরাগীরা। সত্যি কি আর দেখা যাবে না তাকে? এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী।
Hindustan Times Bangla-কে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, “খুবই অসুস্থ ছিলাম। হাসপাতালে ভর্তি ছিলাম। তাই ধারাবাহিকে দেখা যাচ্ছিল না। এখন একটু সুস্থ হয়েছি। আমি শ্যুটিংয়েও ফিরব খুব শীঘ্রই। তবে সেটা পরের সপ্তাহ থেকে।” অর্থাৎ ‘নিম ফুলের মধু’ ছাড়েননি অভিনেত্রী। খুব শীঘ্রই আবার এন্ট্রি নেবে ঠাম্মি।