মর্মান্তিক মৃত্যু! অভিনয়ের মাঝেই থামল জীবন, প্রয়াত জনপ্রিয় অভিনেতা

শুভাশীষ ঠাকুর

আরও এক শিল্পীর মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ দর্শকমহল। মঞ্চে অভিনয় করতে করতেই প্রাণ হারালেন অভিনেতা শুভাশীষ ঠাকুর। যাত্রার মঞ্চে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় যাত্রা শিল্পী। মঞ্চেই মৃত্যু হয় ৬২ বছরের শুভাশিসের।

দুর্গাপুরের বামুনপাড়ার তপোবন সিটি আবাসনে সোমবার রাতে আয়োজিত হয়েছিল যাত্রাপালা। বহু দিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন শুভাশিসবাবু। এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভাশিসবাবুর উপস্থিতি মানেই দর্শকের উচ্ছ্বাস। এমনই খ্যাতি ছিল অভিনেতার।

‘সত্য ত্রেতা দ্বাপর কলি’-র অভিনয় চলছিল পুরোদমে। সেখানেই পরশুরামের চরিত্রে অভিনয় করার সময় সংলাপ বলতে বলতে আচমকাই লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শক ও যাত্রা দলের সদস্যদের মধ্যে।

দ্রুত দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই প্রান হারান অভিনেতা। শুভাশিসবাবুর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আবাসন এলাকায় এবং যাত্রা মহলে।

শুভাশিস তপোবন সিটির ২৯ নম্বর টাওয়ারে থাকতেন। উল্টোদিকেই তাঁর একটি মুদির দোকান ছিল। আদতে তিনি পুরুলিয়ার বাসিন্দা।

শুভাশীষ ঠাকুর