মাত্র ৩৪ বছর বয়সেই থামল জনপ্রিয় গায়কের সুরেলা সফর। সঙ্গীত জগতে শোকের ছায়া। ১৭ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিলেন হুম্যান সাগর। ১৪ নভেম্বর শরীরে নানা সমস্যা নিয়ে ভুবনেশ্বর এইমস হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় ওড়িয়া গায়ক।
৭২ ঘণ্টার বেশি সময় ধরে চিকিৎসা চলছিল তার। ফুসফুসের সংক্রমণ, যকৃৎ বিকল, হৃদরোগ, কিডনির সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং কম প্লেটলেট-সহ বেশ কয়েকটি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন গায়ক। ভেন্টিলেটর সাপোর্টে থাকা সত্বেও চিকিৎসায় সাড়া দেননি গায়ক।
১৭ নভেম্বর রাত ৯.০৮ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হুমানি সাগর। গায়কের মৃত্যুর খবরে শোকস্তব্ধ সঙ্গীত দুনিয়া।
১৯৯০ সালের ২৫ নভেম্বর জন্ম, ‘ভয়েস অফ ওড়িশার সিজন ২’ -এর বিজয়ী ছিলেন হুমানি। ‘ইশক তু হি তু’ ছবির হাত ধরে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হুমানি। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি।


