ফের খারাপ খবর! মাত্র ২৬ বছরেই থামল জীবন, চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ অভিনয় জগত

নন্দিনী সিএম

বছর শেষে বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। মাত্র ২৬ বছরেই পথচলা শেষ হল জনপ্রিয় অভিনেত্রীর। অন্যান্য ব্যক্তিগত সমস্যার কারণে বিষণ্ণতা এবং মানসিক যন্ত্রণার সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়াই চলছিল তার। অবশেষে শেষরক্ষা হল না।

সোমবার বেঙ্গালুরুতে যে বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন, সেখানেই আত্মহত্যা করেছেন কন্নড় টেলিভিশন অভিনেত্রী নন্দিনী সিএম। কন্নড় বিনোদনদুনিয়া একডাকে চেনে সদ্যপ্রয়াত অভিনেত্রীকে। দীর্ঘ দিন ধরে ছোটপর্দার সঙ্গে যুক্ত। কোত্তুরের বাসিন্দা নন্দিনী বেঙ্গালুরুতে থাকতেন।

মৃত্যুর আগে নন্দিনী ‘গৌরী’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। সেখানে ‘কনকা’ এবং ‘দুর্গা’, এই দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। খবর, চিত্রনাট্য অনুযায়ী বিষপানের দৃশ্যে তাঁর শেষ অভিনয়। তারপরেই না ফেরার দেশে পাড়ি দেন নন্দিনী।

সুইসাইড নোটে নন্দিনী জানিয়েছেন, তিনি বিয়ে করতে চান না বা সরকারী চাকরি করতে চান না এবং তার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরিবারের তরফে চাপ আসছিল। তাই জীবনটাই শেষ করে দিলেন নন্দিনী!

নন্দিনী সিএম

পুলিশ সূত্রে খবর, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় নন্দিনী তার বন্ধু পুনীতের বাড়িতে গিয়েছিলেন। তারপর রাত সাড়ে এগারোটা নাগাদ ফিরে আসেন পিজিতে। এরপর ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন নন্দিনী। পুনীত এরপর ফোন করেন নন্দিনীকে, কিন্তু কোনও জবাব পান না। বারবার ফোনে না পেয়ে পিজি ম্যানেজারকে খবর দেন পুনীত।

এরপর নন্দিনীর ঘরের দরজা ভাঙা হলে উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। জানলার গ্রিল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় নন্দিনীকে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নন্দিনীর।

নন্দিনী সিএম