‘জীবনে ভালো সময় ফেরায়, শুধু সেই সময় হাসি মুখে সব গ্রহণ করতে হয়’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সায়কের

অভিনেতা সায়ক চক্রবর্তী
ছবিঃ ফেসবুক

অভিনেতা সায়ক চক্রবর্তী, যিনি এই মুহূর্তে চিরসখা ধারাবাহিকে অভিনয় করছেন। দীর্ঘ এক বছর পর পর্দায় ফিরলেন তিনি। একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সায়ক। অভিনেতার পাশাপাশি সায়ক পরিচিতি পেয়েছেন একজন জনপ্রিয় ইউটিউবার হিসাবে।

ফেসবুকে নিয়মিত ভ্লগ পোস্ট করে থাকেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে তার গোটা পরিবারকে চেনেন সকলে। ইউটিউবার হিসাবেই সাফল্যে পেয়েছেন সায়ক। তবে এই সাফল্যে এত সহজে আসেনি। অনেক অভাবের মধ্যে তার মা তাকে কষ্ট করে মানুষ করেছেন। নিজের অগাধ পরিশ্রমে আজ মায়ের কষ্ট দূর করেছে সায়ক। আর সেটাই হয়তো ফেসবুক পোস্টের মাধ্যমে বোঝাতে চাইলেন অভিনেতা।

সদ্য নিজের ফেসবুক পেজে দুটো পুরনো ছবি পোস্ট করেছেন সায়ক চক্রবর্তী। দুটো ছবির মধ্যে একটি পুরনো দিনে মায়ের জন্মদিনে তোলা ছবি। এবং দ্বিতীয়টি বর্তমান সময়ে তোলা ছবি।

মায়ের সাথে সেকাল-একালের ছবি পোস্ট করে সায়ক লেখেন, ‘তখন আর এখন। যেভাবে জন্মদিন পালন হয়…তখনও ততটাই আনন্দ হতো,যতটা এখন হয়, ভগবান সবার জীবনে ভালো সময় ফেরায়,শুধু সেই সময় হাসি মুখে সব গ্রহণ করতে হয়,মাথায় রাখতে হবে ভালো দিন ঠিক তোলা আছে,তবে সৎ পথে থেকে পরিশ্রম করতেই হবে। কপাল কে দোষ না দিয়ে সব পরিস্থিতি তে হাসি মুখে এগিয়ে চলাই তো জীবন।