“আমার কণ্ঠস্বরও চুরি করে নিচ্ছে…”, এআই প্রযুক্তির অপব্যবহারে ক্ষোভ প্রকাশ কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের

আশা ভোঁসলে

ডিজিটাল দুনিয়ার যুগে প্রযুক্তির উন্নতি যেমন নতুনত্ব সৃষ্টি করছে অন্যদিকে তা মানুষের উদ্বেগের জায়গাও তৈরি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে এখন কারোর কণ্ঠস্বর থেকে মুখ এমনকি মানুষের আচরণও অবলীলায় নকল করা সম্ভব। যার ফলে কোনটা আসল আর কোনটা কৃত্রিম, তা বোঝা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।

সম্প্রতি কিংবদন্তি গায়িকা ‘আশা ভোঁসলে’ও এমনই কাজের স্বীকার হয়েছেন। ঠিক কি ঘটেছে গায়িকার সাথে? সম্প্রতি, আশা ভোঁসলের কণ্ঠস্বর এবং ছবি বিনা অনুমতিতে এআইয়ের সাহায্যে তৈরি করে বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ব্যবহৃত হচ্ছে। যা শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়, বরং একজন শিল্পীর সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার শ্রোতাও।

আর এই ঘটনার স্বীকার হওয়া মাত্রই গায়িকা অভিযোগ জানান, তার কণ্ঠস্বর বিকৃত করে তা বিভিন্ন বিজ্ঞাপনী বা বিনোদনমূলক প্রচারে ব্যবহার করা হচ্ছে। এমনকি অভিযোগ উঠেছে বেশ কিছু মার্কিন এআই প্ল্যাটফর্ম ও ই-কমার্স সাইটের বিরুদ্ধে। শুধু কণ্ঠ নয়, তাঁর নামও ব্যবহার করা হয়েছে বিভিন্ন জায়গায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বম্বে হাইকোর্টের শরণাপন্ন হন আশা ভোঁসলে। আদালত তাঁর সুরক্ষার জন্য প্রাথমিকভাবে কিছু নির্দেশও জারি করেছে। প্রযুক্তির ব্যবহারে যদি সততা না থাকে তাহলে তা কখনওই ন্যায্য হতে পারে না। এমনটাই দাবি জানিয়েছেন কিংবদন্তি গায়িকা।