ফের ভাঙল সংসার! আইনি বিচ্ছেদ বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর

অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়

ফের ঘর ভাঙার খবর। সম্প্রতি আইনি বিচ্ছেদ সম্পন্ন হল অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়ের। যিনি একাধিক বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ। স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

এছাড়াও আকাশ ৮-এর ‘প্রথম কদম ফুল’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে নিজের ডিভোর্স, সংসার নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।

অল্প বয়সে বিয়ে করেন অভিনেত্রী। সেকথা অনেকের অজানা। বর্তমানে তার একটি কন্যা সন্তানও রয়েছে। ডিভোর্সের আপাতত মেয়েকে আগলে তার জীবনের লড়াই। বিচ্ছেদের পর নিজেকে নতুন করে গড়ে তুলছেন। মেয়েকে নিয়ে নতুন করে সংসার সাজাচ্ছেন অভিনেত্রী।

অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়

আইনি বিচ্ছেদ নিয়ে আজকাল ডট ইনের সাক্ষাৎকারে সৌমি জানান, “মেয়ের দায়িত্ব তো প্রথম থেকেই আমার ওপর ছিল। শুধু এখন আইনিভাবে নিশ্চিত হলাম। সংসার করতে ভালবাসি, তবে এবার বুঝেছি—নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি। এত বছরের অভ্যেস, একটা মানুষ, একটা সংসার—তা থেকে বেরিয়ে আসাটা ভীষণ কঠিন। ভাগ্যিস আমার কাজগুলো ছিল, সারাদিন শ্যুটিং করে রাতে ঘুম হত। নয়তো মানসিক চাপটা আরও বাড়ত। একসঙ্গে খারাপ থাকার চেয়ে আলাদা ভাল থাকা ভাল। সবাই নিজস্ব সিদ্ধান্তে বিশ্বাসী। আমি শান্তি খুঁজি, তাই এই সিদ্ধান্ত।”