পর্দায় আসছে লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক ‘অধিলক্ষ্মী’

অধিলক্ষ্মী

বাংলা বিনোদন চ্যানেলে আসছে আরও এক নতুন বিগ বাজেটের ধারাবাহিক। এই ধারাবাহিক নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চা হচ্ছে। কারণ এই ধারাবাহিক আসছে ম্যাজিক মোমেন্টসের হাত ধরে। লীনা গাঙ্গুলির এই ধারাবাহিক খুব শীঘ্রই টিভির পর্দায় আসতে চলেছে।

টেলিপাড়ার কানাঘুষো শোনা যাচ্ছে, এই নতুন মেগার নাম ‘অধিলক্ষ্মী’। যদিও এটি কোনও আধ্যাত্মিক ধারাবাহিক নয়, বরং মধ্য বয়স্কের পুরুষ-নারীর গল্প নিয়ে  এগোবে।

এই ধারাবাহিকের নায়িকা ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা ঘোষকে। আর বিপরীতে থাকবেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ধারাবাহিকের প্রোমো আসতে চলেছে।