চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আর তারপর থেকে একের পর এক কাঁটাছেঁড়া। শোনা যায়, দিতিপ্রিয়ার সঙ্গে শুটিং সেটে তাঁর মা সারাক্ষণ থাকতেন। শুধু তাই নয়, রোম্যান্টিক দৃশ্য চলাকালীন সেটে হাজির থাকতেন মা। আর এই বিষয়টা অনেকেই আপত্তি জানিয়েছেন। অনেকের মতে এতে নায়ক-নায়িকা অস্বস্তিতে পরেন এবং কাজে বিঘ্ন ঘটে।
এই প্রসঙ্গে টেলি পাড়ার স্টুডিয়োতে খোঁজ নেন আনন্দ বাজার। শিল্পী থেকে পরিচালক, প্রযোজকের মুখ খুলতে দেখা যায়। কেউ সমর্থন করেন তো অনেকের গলায় অন্য সুর। এবার এই বিষয়ে মুখ খুললেন লেখিকা লীনা গাঙ্গুলি।
শুটিং সেটে অভিভাবক সবসময় সঙ্গে থাকা যুক্তিসঙ্গত? আনন্দ বাজার অনলাইনকে এই বিষয়ে লীনা গাঙ্গুলি বলেন, এই বিষয়টি তিনি একেবারে মানতে রাজী নয়। তাঁর কথায়, “যাঁরা চাকরি করেন, তাঁরা কি অফিসে নিজেদের মাকে নিয়ে যেতে পারেন? তা হলে এ ক্ষেত্রেই বা হবে কেন? শিশুশিল্পী হলে তো অবশ্যই অভিভাবককে আসতে হবে। সেটাই নিয়ম। কিন্তু প্রাপ্তবয়স্ক শিল্পী হলে অভিভাবক সঙ্গে থাকবেন সারা ক্ষণ, সেটাকে মান্যতা দিতে আমি রাজি নই।”

