চিরসখা’র হানিমুন ট্র্যাক নিয়ে ফের বিতর্কের মুখে লেখিকা! অবশেষে মুখ খুললেন স্বয়ং লীনা গাঙ্গুলি

লীনা গাঙ্গুলি

ফের বিতর্কের শিরোনামে উঠে এলো বাংলা সিরিয়ালের লেখিকা লীনা গাঙ্গুলির নাম। ধুলোকণা, কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পর এবার চর্চায় চিরসখা ধারাবাহিক।

ধারাবাহিকের সাম্প্রতিক ট্র্যাকে দেখানো হয় ছেলে ও বৌমার মধুচন্দ্রিমায় শাশুড়িসহ গোটা পরিবারের বেড়াতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে। আর এই দৃশ্য নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে দর্শকদের মধ্যে। কমলিনীর ছোট ছেলে আর মেয়ে প্রশ্ন করে দাদার সঙ্গে বৌদি কি মধুচন্দ্রিমায় একাই যাবে? কেন সে গোটা পরিবারকে নিয়ে যাবে না? আর এই দৃশ্য নিয়েই কটাক্ষ করছেন নেটিজেনরা। এমনকি বধূ নির্যাতনের মতো তকমা জুড়ে দিয়েছে এই দৃশ্যের সঙ্গে।

অবশেষে নেটিজেনদের কটাক্ষ নিয়ে আনন্দ বাজার অনলাইনের কাছে মুখ খুললেন স্বয়ং লেখিকা বলেন, ‘মধুচন্দ্রিমায় পরিবার নিয়ে যাওয়া যায় না, এটা আমি মনেই করি না। এক সময় স্বামী-স্ত্রী পরস্পরকে চিনতেন না। সম্বন্ধ করে বিয়ে হত। তখন তাদের খানিকটা সময় একান্তে কাটানোর প্রয়োজন হতেও পারত, একে অপরকে চিনে নেওয়ার জন্য। এখন সকলেই একসঙ্গে সময় কাটিয়ে বিয়ের কথা ভাবেন। ফলে সে রকম যৌথ পরিবারে বিয়ের পর ভ্রমণের ক্ষেত্রে সকলকে নিয়ে যাওয়াই তো ভালো।’