“গাঁজাখুরি গল্প… লীনার গল্প মানেই দশ বারোটা বিয়ে”, সিরিয়াল নিয়ে কটাক্ষের মুখে লীনা গাঙ্গুলি! “বাস্তব জীবনে নিরাশ, পরকীয়া বাধ্য করেছে…”, পাল্টা জবাব লেখিকার

লীনা গঙ্গোপাধ্যায়

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা যেমন হয়েছে তেমন নিন্দেও হয়েছে। সিরিয়ালের গল্প লেখার জন্য বরাবর কটাক্ষ সহ্য করতে হয়েছে নেটিজেনদের কাছ থেকে। ফের আবার তীব্র কটাক্ষের মুখে এই জনপ্রিয় লেখিকা।

একটার পর একটা জনপ্রিয় ধারাবাহিক তার কলমে জন্ম নিয়েছে। তবে এই জনপ্রিয়তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে দর্শকের কটু মন্তব্য। নেটিজেন মতে, লীনার লেখা সিরিয়ালগুলো পুরোটাই গল্প, নেই কোন বাস্তবতার ছোঁয়া।

কেউ আবার লিখেছেন, “একটা বরের তিনটে বউ, একটা বউয়ের চারটে বর- এসব লীনা গাঙ্গুলির গল্পেই সম্ভব।” কারোর মন্তব্য, “সিরিয়াল যে সিরিয়াল হয়, সেটা ওর গল্প দেখলেই বোঝা যায়, সম্পুর্ণ অবাস্তব।”

দর্শকের সমালোচনার মাঝেই বিতর্কের পালটা উত্তর দিলেন লেখিকা নিজেই। লীনা বলেন, তারও ইচ্ছে ভালোবাসায় বিশ্বাস করতে, ভালবাসতে। কিন্তু বাস্তব জীবন বারবার নিরাশ করেছে তাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছেন মানুষ পরকীয়ায় জড়িয়ে পরেছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। সেই অভিজ্ঞতা থেকেই ভালবাসার উপর বিশ্বাসে ফাটল ধরেছে তার।

জল নূপুর, ইচ্ছে নদী, শ্রীময়ী, ধুলোকণা, চোখের তারা তুই , মোহর, খড়কুটো, চিরসখা’র মতো একাধিক আইকনিক ধারাবাহিকর সৃষ্টিকর্তা তিনি। লীনা ধারাবাহিক মানেই কোনও না কোনও চরিত্র লাইমলাইটে উঠে আসবেই। এই বিশ্বাস নিয়েই কলম চালিয়ে যাচ্ছেন লেখিকা।