লীনা গাঙ্গুলির লেখা সিরিয়ালের জয়জয়কার, বাংলার পর এবার হিন্দি সিরিয়ালে সেরা লেখিকা লীনা

লীনা গঙ্গোপাধ্যায়

বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় চিত্রনাট্য লেখিকা হলেন লীনা গঙ্গোপাধ্যায়। বাংলার একাধিক সিরিয়ালের চিত্রনাট্য লিখেছেন তিনি। তার সিরিয়াল বহুবার বাংলার টপার হয়েছে। এমনকি তার লেখা অধিকাংশ সিরিয়াল দর্শকের মাঝে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে।

তবে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শত সমালোচনা হলেও ছোটপর্দার একাধিক হিট মেগা ধারাবাহিকের লেখিকা যে তিনি সেটা মানতেই হবে। তার লেখা একাধিক ধারাবাহিক পর্দায় ঝড় তুলত এক সময়। জল নূপুর, পুন্যি পুকুর, ইষ্টিকুটুম, কোজাগরি, নকশি কাঁথা, ইচ্ছেনদী, কুসুমদোলা, মোহর, শ্রীময়ী, খড়কুটো মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা। এই ধারাবাহিকগুলি আজও দর্শকের মনে তাজা।

গত তিন বছর ধরে হিন্দি সিরিয়ালের জন্য কলম ধরেছেন লেখিকা। আর এবারেও বলিপাড়ায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন লেখিকা। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সেরা পাঁচটি হিন্দি ধারাবাহিকের লেখিকাই তিনি। প্রথমেই রয়েছে ‘অন্নপূর্ণা’, যা একসময়ের বিখ্যাত ধারাবাহিক শ্রীময়ী-র হিন্দি রিমেক। এরপর একে একে ‘গুম হ্যায় কিসিকি প্যায়ার ম্যাঁয়’,‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’ ‘ইমলি’, ‘ঝনক’। যা গত কয়েক বছর ধরেই দর্শকদের বেশ পছন্দের।

আর সেই কারণেই টিম ম্যাজিক মোমেন্টসে উদযাপনের আমেজ। যদিও এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে চেয়েছেন স্বয়ং প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়।