বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা যেমন হয়েছে তেমন নিন্দেও হয়েছে। সিরিয়ালের গল্প লেখার জন্য বরাবর কটাক্ষ সহ্য করতে হয়েছে নেটিজেনদের কাছ থেকে। ফের আবার তীব্র কটাক্ষের মুখে এই জনপ্রিয় লেখিকা।
সম্প্রতি এক বেসরকারি সংস্থার তরফ থেকে সেরা বঙ্গ নারীর পুরস্কার পেলেন লীনা গঙ্গোপাধ্যায়। আর এই পুরস্কার নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন দর্শক।
দর্শকের একাংশের দাবি, “লীনা গঙ্গোপাধ্যায় ধারাবাহিকে সবসময় কুটকাচালি, পরকীয়া, দু-তিনটে বিয়ে দেখানো হয়। সেক্ষেত্রে তিনি বঙ্গ নারীর সম্মান পাওয়ার যোগ্য নন”। আবার অনেকের মতে সোশ্যাল মিডিয়ায় “লেখিকাকে সুস্থ গল্প লেখার জন্য অনুরোধ করা হলেও তিনি তা করেন না”। এমনই সমস্ত লেখিকার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নেটিজেনরা।
এইরকম ট্রেন্ড চলতে থাকলে তা সাহিত্য ও সুস্থ রুচির বিনোদনের পক্ষে অশনি সংকেত। আমরা তো সুবর্ণলতা, পর্দায় বই পড়ার মত সুন্দর, সুন্দর ধারাবাহিক চাইছি। কই, সেগুলো তো আমাদের দেখানো হয় না। তবে আশায় আছি, একটা সময় পরে মানুষ এসব নোংরা কূটকাচালি ভরা ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নেবেই এবং তারপর ধারাবাহিকে আবার স্বর্ণযুগ শুরু হবে। 🙂