বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ অভিনেত্রী ইন্দ্রানী পাল। যিনি ‘বরণ’ ধারাবাহিকের মাধ্যমে খ্যাতি পেয়েছিলেন। তিথি আর রুদ্রিকের রসায়ন দর্শকের বেশ পছন্দের ছিল। যদিও আবার নতুন ধারাবাহিকে ‘নবাব নন্দিনী’তে কামব্যাক করেছেন এই অভিনেত্রী।
এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেত্রী ইন্দ্রানী পাল তাঁর জীবনের কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পুরুলিয়ার বাসিন্দা এই অভিনেত্রী। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করতেন তবে ছোট থেকে স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু অভিনেত্রীর বাবা তাঁকে খুব ভালোবাসতেন তাই মেয়েকে চোখের আড়াল করতে কষ্ট পেতেন। মেয়ে বাইরে গিয়ে কষ্ট পাক সেটা চাননি তিনি।
তাই ইঞ্জিনিয়ারিং করবার চার বছর অভিনয় জগতে প্রবেশ করার জন্য চেষ্টা করেন অভিনেত্রী। অল্পদিনের মধ্যে সুযোগ পেয়ে যান।
তবে প্রথম প্রথম পুরুলিয়ায় বাবা-মাকে ছেড়ে থাকতে হত। ভীষণ কষ্ট হত ইন্দ্রাণীর। বাজার হাট থেকে শুরু করে ঘণ্টার পর ঘণ্টা শুটিং সব একা সামলাতে হত। মাঝেমধ্যে বাড়ি ফিরে রাতে কেঁদে ফেলতেন এই অভিনেত্রী। প্রথমদিকে বাড়ির লোকেরা ইন্দ্রানীর কলকাতায় একা থাকা নিয়ে ভয় পেলেও টিভিতে এখন তাঁর অভিনয় দেখে গর্বিতই হন তাঁর মা-বাবা।