কম্বল শীতকালে প্রয়োজন হয় ঠিকিই, তবে সারাবছর এর পরিচর্চা না করলে সেটি ভালো রাখা সম্ভব নয়। দীর্ঘদিন কম্বল ভালো রাখতে গেলে বা আরামদায়ক রাখতে যত্নের প্রয়োজন। ১২ মাস কম্বল ভালো রাখতে গেলে কি করবেন জেনে নিন আজকের আর্টিকেলের মাধ্যমে। এখানে দীর্ঘদিন কম্বল ভালো রাখার উপায় রইল।
কম্বল ভালো রাখার উপায়
১. কম্বল ব্রাশ করা উচিতঃ
শীতকালে আলোতে কম্বল ঝুলিয়ে রেখে ঝেড়ে নিন। এতে ধুলো পরিষ্কার হয়ে যাবে। অথবা কম্বল কোন জায়গায় বিছিয়ে রেখে ব্রাশ দিয়ে ঝেড়ে নিন। এতে আটকে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং কম্বল ভালো থাকবে।