ফের খারাপ খবর! শুটিং চলাকালীন দুর্ঘটনা, মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত আরও এক জনপ্রিয় অভিনেতা

অভিনেতা দীনেশ মাঙ্গালুরু

চলচ্চিত্র জগতে একের পর এক খারাপ খবর। গতকাল বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আকস্মিক মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয়। ২৪ ঘণ্টা ঘুরতে না ঘুরতে ফের আবার নক্ষত্র পতন।

প্রয়াত দক্ষিণী চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা দীনেশ মাঙ্গালুরু। সোমবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন KGF এর ডন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৫ বছর।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি চিকিৎসা চলছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেসের’ প্রতিবেদন অনুযায়ী, ‘কান্তারা’ ছবির শুটিং চলাকালীন অভিনেতা দীনেশ হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন।

অভিনেতা দীনেশ মাঙ্গালুরু

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বেঙ্গালুরুতে এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে প্রাথমিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়ি ফিরেও চিরতরে চলে গেলেন। রেখে গেলেম স্ত্রী ও দুই পুত্রকে।

KGF-এর ‘বম্বে ডন’ চরিত্রে তার অভিনয় ছাপ ফেলে গেছে। এছাড়াও কাজ করেছেন ‘কিরিক পার্টি’, ‘উলিদাভারু কান্দান্থে’, ‘আ দিনাগালু’, ‘রানা বিক্রম’, ‘ইনথি নিন্না প্রীথিয়া’ সহ একাধিক  ছবিতে।