বিনোদন জগতে একের পর এক নক্ষত্র পতন। কিছুদিন আগে চলে গেলেন ধর্মেন্দ্র। তারপরেই ফের আরও এক ভারতীয় অভিনেতার মৃত্যুতে নেমে এলো শোকের ছায়া।
প্রয়াত কন্নড় চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা ‘মহীশূর’ শ্রীকান্তইয়া উমেশ । বহুদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮০ বছর।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অভিনীত ছবির সংখ্যা ৩৫০–এরও বেশি। মাত্র চার বছর বয়সে, তিনি মাস্টার কে. হিরান্নায়ার থিয়েটার গ্রুপে অভিনয় শুরু করেন। ছোট থেকেই অভিনয়ের প্রতি টান ছিল তাঁর।
নাগারা হোল, অনুপমা, গুরু শিষ্যরু, কামনা বিল্লু সহ আরও একাধিক ছবিতে কাজ করে কন্নড় সিনেমার জনপ্রিয় মুখে পরিণত হন। সুপারস্টার রজনীকান্তের সঙ্গেও পর্দা ভাগ করে নিয়েছিলেন তিনি
সুত্রঃ https://bengali . indianexpress . com/entertainment/kannada-actor-umesh-passes-away-10825320


