‘আমার কাছে ৫ লাখ টাকা চেয়েছিল…আমি কি করে দেব?…’, মৃত্যুর আগে চিরঞ্জিতকে ফোন করেন প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী

গতকাল অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে নাড়িয়ে দেয় গোটা ইন্ডাস্ট্রিকে। দীর্ঘদিন ধরেই রগে ভুগছিলেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল অভিনেতার। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল দুঃসংবাদ পেয়ে তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির সহ-কর্মীরা।

তবে এবার প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। মৃত্যুর কয়েকদিন আগে নাকি চিরঞ্জিতে ফোন করেছিলেন জয়।

চিরঞ্জিত জানান, “আমায় ওর প্রথম স্ত্রী সকালে মেসেজ করল যে ও চলে গেল আজ। দুটি ভিন্ন পার্টির আলাদা মানুষ। কিন্তু, ওর যে শরীর খারাপ ছিল সেটা আমায় জানিয়েছিল। টাকা প্রয়োজন ছিল হয়তো ওর। ওর কিছু দাবিদাওয়া ছিল হয়তো। আমি বলেছিলাম বিজেপিকে বলব। অনেকে গিয়েছিল বোধহয় ওকে সাহায্য করতে। কিন্তু, এখন মনে হচ্ছে খুব দেরি হয়ে গেল। বড্ড তাড়াতাড়ি চলে গেল ও।”

চিরঞ্জিত চক্রবর্তী আরও বলেন,  “আমার কাছেই টাকা চাইছিল। কী জানি কেন? বলছিল ৫লাখ টাকা চাই। ট্রিটমেন্ট নাকি কার মাইনে বাকি আছে, কার কিসব সেটা বলছিল। আমি কী করে দেব? আমার কাছে নেই অত টাকা। ওর বাবার তো বিশাল কোম্পানি ছিল। আরেকটা বিয়ে করেছে শুনেছিলাম। যদিও ওর চলে যাওয়াটা খুব দুঃখের। আমার ছোট ভাইয়ের মত ছিল।”