২০২২ সালের ২৪ মার্চ না ফেরার দেশে চলে যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। দেখতে দেখতে পেরিয়ে গেল তিনটে বছর। একা হাতেই মেয়ে সায়নাকে নিয়ে সংসার সামলেছেন স্ত্রী সংযুক্তা।
অভিনেতার মৃত্যুতে রয়ে গেছে অনেক আক্ষেপ, দুঃখ এবং না পাওয়া। সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানিয়েছেন অভিনেতার সাথে ঘটে যাওয়া একাধিক ঘটনার কথা। অভিনেতার স্ত্রীর কথায়, পলিটিক্সের শিকারও হন অভিষেক।
একসময় অভিষেক চট্টোপাধ্যায়ের ২১ টা ছবির কন্ট্রাক্ট ক্যান্সেল হয়েছিল। সেইসময় অনেকটা ভেঙে পড়েছিলেন অভিনেতা। হারিয়েছিলেন কাজের ক্ষমতা। ,মৃত্যুর আগে অভিনেতাকে শেষবারে মত দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো ‘ তে। ধারাবাহিকে কাজের অফার আসার আগে বেশকিছু ছবিতে কাজ করার কথা ছিল, কিন্তু সব জায়গা থেকেই বাদ দেওয়া হয় অভিনেতাকে।