বাংলা চলচ্চিত্র জগতের একঝাঁক অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ঋতাভরী চক্রবর্তী সেই রেয়ার কম্বিনেশনের নাম যাকে দেখে অনায়াসে শেখা যায় যে রাজনীতির বাইরে থেকেও কীভাবে মানুষের পাশে থেকে সমাজের সেবায় নিজেকে উৎসর্গ করা যায়।
মেয়েটির ক্যারিয়ার জার্নি শুরু হয়েছিল ‘ওগো বধূ সুন্দরী ‘ ধারাবাহিকের হাত ধরে। আর প্রথম সিরিয়ালেই ছক্কা হাঁকিয়েছেন কিশোরী মেয়েটি। প্রায় ১০ বছর কেটে গেছে তবুও আজও বাংলা দর্শকের আলোচনায় বিষয়বস্তু ‘ওগো বধূ সুন্দরী’। ললিতার অভিনয় প্রবলভাবে দাগ কেটে গেছে বাংলা সিরিয়ালপ্রেমীদের মনে। ললিতাকে ভোলা সহজ নয়।
View this post on Instagram
সেদিনের ললিতা আজ সমাজের পিছিয়ে পড়া মেয়েদের অনুপ্রেরণা। রাজনৈতিক দলে না থেকেই বরাবর সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঋতাভরী চক্রবর্তী। অসহায় অনাথ শিশুদের প্রাণ তিনি।
ঋতাভরী ও তাঁর মা শতরূপা সান্যাল বরাবরই সমাজমূলক কাজের সাথে জড়িত থাকেন। তাদের নিজস্ব একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। এছাড়াও সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ নামের একটি স্কুলে ৭৪ জন শিশুর যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
উৎসব অনুষ্ঠানের দিনগুলি ছাড়াও অভিনেত্রীকে প্রায়ই এই বাচ্চা শিশুগুলির সাথে সময় উপভোগ করতে দেখা যায়। এই শিশুগুলি তার জীবনে সব। মায়ের মতো স্নেহ করে তাদের।
View this post on Instagram
কোভিড পরিস্থিতিতে নিজের সাধ্যমত মানুষকে সাহায্য করে গেছেন। ১০০ জন প্রবীণ নাগরিককে দাঁড়িয়ে থেকে টিকার ব্যবস্থা করে দিয়েছেন। অসহায় মানুষদের পাশাপাশি নারীদের অক্সিজেন ঋতাভরী। কুসংস্কার ভেঙ্গে মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য সবসময় লড়াই করে গেছেন তিনি।
View this post on Instagram
তার অভিনীত ‘ ব্রহ্মা জানেন গোপন কম্মটি ‘ সিনেমা থেকে সমাজের পিছিয়ে পড়া মেয়েরা এগিয়ে এসেছে। একজন মহিলা পুরোহিতের পূজার্চনা অধিকারের লড়াই, জীবন যন্ত্রনার কাহিনী বর্নিত হয়েছে এই সিনেমায়। এই সিনেমায় অনুপ্রাণিত হয়ে পুরোহিতের পূজার্চনা অধিকারের এগিয়ে আসছে সমাজের মহিলারা।
মেয়েদের নিয়ে একটি এনজিও তৈরি করেন ঋতাভরী ও তার মা। ঝাড়গ্রামের একটি গ্রাম দত্তক নিয়েছেন শতরূপা স্যান্যাল। গ্রামের মানুষদের শিক্ষা ও হাতের কাজ শিখিয়ে তাদের আত্মনির্ভর করছেন তারা। পাশাপাশি পশুদের অধিকার নিয়েও কাজ করে চলেছেন ঋতাভরী।
View this post on Instagram
সমাজসেবার পাশাপাশি ‘ওগো বধূ সুন্দরী ‘ ধারাবাহিকের ললিতা নিজের ক্যারিয়ারে চূড়ান্ত সফলতা অর্জন করেছেন। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দিতেও একাধিক সিনেমা করেছেন এই সাহসী অভিনেত্রী।