জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। আর পাঁচটা ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকটি ভিন্ন। কারণ বেশিরভাগ সময় বাস্তব দৃশ্যই ফুটিয়ে তোলা হয়।
ধারাবাহিকে লক্ষ্মী কাকিমা নিজের মুদি দোকানের পাশাপাশি নিজের সংসার সামলায়। এছাড়াও মাঝেমধ্যে মেলায় ঘুগনিও বিক্রি করে থাকেন বেশি আয়ের জন্য। সাধারণত আজকের যুগে এটা বাস্তব দৃশ্য। বাস্তবে এমন অনেক পরিবার রয়েছে যাদের গৃহবধূরা একাধিক ছোটখাটো ব্যবসা করে থাকেন।
তবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর নতুন প্রোমো আরও একবার মন জয় করে নিয়েছিলেন দর্শকের। প্রোমোতে দেখা যাচ্ছে দুর্গা পুজো উপলক্ষে পাড়ায় এগরোল চাউমিনের দোকান দিয়েছেন লক্ষ্মী কাকিমা। যদিও তার এই কাজ একদমই পছন্দ নয় পিসি শাশুড়ি। তিনি মনে মনে বলেন লক্ষী আর তার হাঁসের ডানা ছাড়তে হবে বিসর্জনের পরেই। আর প্রোমোতে তখনি দেখা যায় লক্ষ্মী কাকিমা বলে ওঠেন ‘বিসর্জনে মা দুর্গা গেলেও লক্ষী কিন্তু থেকেই যায়’। ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে প্রশংসা জানিয়েছেন অধিকাংশ নেটিজেন।