ফের বলিউডে ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা

অভিনেত্রী অপরাজিতা আঢ্য

অভিনেত্রী অপরাজিতা আঢ্য তার নামটাই মনে হয় ইন্ডাস্ট্রিতে যথেষ্ট। সিরিয়াল হোক বা সিনেমা, অপরাজিতার অভিনয় মানেই প্রোজেক্ট হিট। ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকের পর তাকে সেভাবে আর পর্দায় দেখা যায়নি।

ছোটপর্দায় খুব বেছে বেছে কাজ করলেও বড়পর্দায় একের পর এক চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। সম্প্রতি তাকে নিয়ে একটি সুখবর পাওয়া যাচ্ছে। ফের নাকি বলিউডে কাক করতে চলেছেন অভিনেত্রী।

এর আগেও বলিউড সিনেমায় কাজ করেছেন ছোটপর্দার লক্ষ্মী কাকিমা। মেরি প্যায়ারি বিন্দু’ ছবিতে আয়ুষ্মান খুরানার মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে শোনা যাচ্ছে এবার নাকি বলিউডের ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন অভিনেত্রী। যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।