সবেমাত্র শেষ হয়েছে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ সিজেন ৩। এই নাচের রিয়েলিটি শোয়ের সঞ্চালক আসনে ছিল দুই খুদে শিল্পী উদিতা এবং লাড্ডু ওরফে সৌম্যদীপ্ত সাহা। খুদে শিল্পী লাড্ডু সকলের খুব প্রিয়। রিয়েলিটি শোয়ের সঞ্চালক হয়েই তাঁর জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে।
এবার বড়পর্দায় দেখা যাবে তাঁকে। যদিও এর আগে একটি সুন্দর ফিল্মসের ‘গুগলি’ ছবিতে অভিনয় করেছিল। আবারও বড়পর্দায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছে সকলের প্রিয় লাড্ডু ওরফে সৌম্যদীপ্ত সাহা।
বড়পর্দায় আসতে চলেছে জয়দীপ মণ্ডলের পরিচালনায় নতুন বাংলা ছবি ‘দিশাহীন মন আমার’। এই ছবির হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রি পেটে চলেছে দুই নতুন নায়ক-নায়িকা। ছবিতে দেখা যাবে নতুন মুখ রোহান গামামীর ও ব্রততী পাল। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবে শিশুশিল্পী ইউহান খান, অঙ্গীরা ভট্টাচার্য ও ডান্স ডান্স জুনিয়র-এর সঞ্চালক লাড্ডু।
ছবি গল্প একটি শিশুকে ঘিরে। যার নাম অভি। যে স্কুলে পড়ার সময় এক দুর্ঘটনায় বাবা-মাকে হারায়। এরপর রাস্তায় রাস্তায় মাউথ অরগ্যান বাজিয়ে দিন কাটতে শুরু করে। ছোটবেলায় অভির সঙ্গে বন্ধুত্ব হয় এক ধনী পরিবারের মেয়ে অমৃতা। অভি অমৃতাকে মাউথ অরগ্যানে গান বাজাতে শেখায়, অমৃতা তাকে শেখায় পড়াশোনা।
অভি আর অমৃতা দুজনেই বড় হয়ে উঠতে থাকে। অমৃতা বিদেশ পাড়ি দেয় পড়াশোনার জন্য। এক নিঃসন্তান বাবা-মা নিজের ছেলে হিসাবে অভিকে দত্তক নেয়। এরপর বড় হয়ে দুজন অজান্তে একই কলেজে ভর্তি হয়। এভাবেই এগোবে ছবির গল্প।