অভাবে কেটেছে শৈশব, নিজের দক্ষতায় আজ টলিউডের সফল অভিনেতা সুপ্রিয় দত্ত

অভিনেতা সুপ্রিয় দত্ত

টলিউড ইন্ডাস্ট্রিতে কিছু দারুন প্রতিভাবান তারকা রয়েছেন যারা নায়কের চরিত্রে না থাকলেও কখনো ভিলেন আবার কখনো কমেডি চরিত্রে নিজেদের দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের মন জিতেছেন। তাদের মধ্যেই একজন হল অভিনেতা সুপ্রিয় দত্ত (Supriyo Dutta)। টিভির পর্দায় যতবার এসেছেন দর্শকদের মুগ্ধ করেছেন।

অভিনেতা সুপ্রিয় দত্ত বাংলা ইন্ডাস্ট্রির একজন বড় মাপের অভিনেতা। কিন্তু তার জীবনের শুরুটা অতটা সহজ ছিল না। গ্রামের এক মধ্যবিত্ত পরিবারেই জন্মগ্রহণ করেছেন এই অভিনেতা। সংসারে ছিল অভাব, তাই শৈশব বিলাসিতায় কাটেনি বরং কষ্ট করেই জীবনযাপন করতে হত। একসময় সংসারের অবস্থা এত খারাপ হয় যে সুপ্রিয় দত্তের বাবা চপ বিক্রি করতেন এবং বাবাকে সাহায্য করতেন তিনি।

অভিনেতা সুপ্রিয় দত্ত

ছোট থেকে পড়াশুনোয় মেধাবী ছিলেন কিন্তু পড়াশুনোর চেয়ে অভিনয়ের প্রতি তার আগ্রহ বেশি ছিল। তার বাবা-মা চাইতেন ছেলে মন দিয়ে পড়াশুনো করুক। কিন্তু ভাগ্যবশত অভিনয়ের প্রতি টান তাকে কলকাতার নাট্য জগতে নিয়ে আসে। নাটক ও থিয়েটারে কাজের পাশাপাশি অভিনয় শিখতে থাকেন।

নাটকের মঞ্চ থেকেই টলিউডের সিনেমায় সুযোগ আসে। পরিচালক রাজ চক্রবর্তীর নজরে পড়েন তিনি। ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ প্রথম কমার্শিয়াল ছবিতে অভিনয় করে। যদিও ২০০৬ সালে সুমন মুখোপাধ্যায়ের ছবি ‘হারবার্ট’ এও অভিনয় করেছিলেন তিনি। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করে নেন। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা চ্যালেঞ্জ, লে ছক্কা, দুই পৃথিবী, সেদিন দেখা হয়েছিল, শত্রু, খোকা ৪২০, রংবাজ, চ্যাম্পের মতো একাধিক ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন।

সর্বশেষ তাকে অভিনয় করতে দেখা গেছে ‘ড্রাকুলা স্যার’ ছবিতে। কখনো নেগেটিভ চরিত্র আবার কখনো বাবার ভূমিকায় সবেতেই সাবলীল অভিনয় করে দর্শক মহলে প্রচুর প্রশংসিত হয়েছেন। নিজের দক্ষতায় আজ তিনি টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন।

সুত্রঃ bongtrend . com/tollywood-actor-supriyo-dutto-life-story/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here