‘গাঁটছড়া’র মতোই তিন ভাইয়ের গল্প বুনবে ‘এলা ও গোরার গল্প’! ‘গোরা’র দুই ভাইয়ের চরিত্রে থাকছেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা

এলা ও গোরার গল্প

‘গাঁটছড়া’র বহুদিন পর আবারও একসাথে পর্দায় জুটি বাঁধছেন গৌরব চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়। খড়ি-ঋদ্ধির জুটি প্রথম থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিল বলেই আরও একবার সেই পুরনো জুটি ফিরতে চলেছে ‘এলা ও গোরার গল্প’ নিয়ে।

সদ্যই চ্যানেলের তরফ থেকে প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। তবে এবারে ধাররাবাহিক ঘিরে আরও এক নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। এই ধারাবাহিক শুধু এলা-গোরার গল্পই নয়, বরং গোরার পরিবারের তিন ভাইয়ের সম্পর্ক, দ্বন্দ্ব ও আবেগও উঠে আসবে এই গল্পে।

‘গাঁটছড়া’র মতোই ‘এলা-গোরার’ গল্পেও তিন ভাইয়ের চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এক্ষেত্রেও বড় ভাইয়ের চরিত্রে থাকছেন গৌরব। তবে বাকি দুই ভাইয়ের ভূমিকায় কারা অভিনয় করবেন?

টেলিপাড়ার সূত্রের খবর, গোরার দুই ভাইয়ের চরিত্রে থাকছেন ‘অনুরাগের ছোয়া’র দুই জনপ্রিয় অভিনেতা। গোরার মেজো ভাই হিসেবে থাকছেন ‘কৃষ্ণ’ ওরফে কুশাল ঠাকুর এবং ছোট ভাইয়ের চরিত্রে থাকছেন ‘জয়’ নামেই পরিচিত পারাব্দি সিংহ। ‘এলা-গোরার’ গল্পে তিন ভাইয়ের মধ্যেকার সম্পর্ক ধারাবাহিক আরও খানিকটা আকর্ষণীয় করে তুলবে।

এলা ও গোরার গল্প

ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো শুটিংও শুরু হয়ে গেছে। তবে নতুন ধারাবাহিক কোন সময়ে সম্প্রচারিত হবে, সেটা এখনও জানা যায়নি।